deshbangla71news.com
  • Home
  • তথ্যপ্রযুক্তি
  • ই-ভ্যালি সহ ৬টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের সীদ্ধান্ত নিতে যাচ্ছে ই-ক্যাব
তথ্যপ্রযুক্তি

ই-ভ্যালি সহ ৬টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের সীদ্ধান্ত নিতে যাচ্ছে ই-ক্যাব


নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি পুঁজি ব্যবসায় ব্যপকভাবে আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির পাশাপাশি অভিযুক্ত আরো ৫টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের প্রক্রিয়া আরম্ভ করেছে উক্ত খাতের জাতীয় সংগঠন ই-ক্যাব।

ই-ভ্যালি সহ অভিযুক্ত অপর ৫টি এমএলএম কোম্পানিগুলো হলো-
১)গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড,
২) গ্রিন বাংলা ই-কমার্স,
৩)এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড লিঃ,
৪)আমার বাজার লিঃ এবং
৫)এ্যক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যগ্রোফুড অ্যান্ড কনজুমার্স লিঃ।

জানা গিয়েছে, ই-ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল স্বাক্ষরিত নোটিশ অভিযুক্ত ৬ প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। তবে বুধবার ই-ভ্যালির কাছে সবার আগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯ ( ডি ) অনুসারে ওই প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ কেনো স্থগিত করা হবে না তার কারণ দর্শাতে ৭ কার্য দিবস সময় দেয়া হয়েছে।

আর এর মধ্যে সন্তোষজনক কোনো জবাব পাওয়া না গেলে প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের কথাও জানা গিয়েছে।


Related posts

৫ই জুলাই থেকে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন বস্ত্র ও প্লাস্টিক প্রদর্শনী

বাংলাদেশের সার্ভার এখনো ডাউন

Kazi MD Sazzad Hasan

মহানবী (স.)’কে কটূক্তি : ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হামলা

deshbangla71news.com