deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • একক নাটক বা ধারাবাহিক দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ: সূচনা শিকদার
বিনোদন

একক নাটক বা ধারাবাহিক দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ: সূচনা শিকদার


বিনোদন ডেস্কঃ অভিনেত্রী সূচনা শিকদার। টিভি নাটকের এক পরিচিত অভিনয় শিল্পী। লকডাউন পরবর্তী সময়ে শুটিং-এ আবার ফিরেছেন।
অন্যান্য কাজের চেয়ে সিরিয়ালে বেশীই কাজ করেন তিনি। সমসাময়িক ব্যস্ততা ও নানান বিষয়ে সম্প্রতি কথা হয়েছিলো দেশবাংলার কাইফ উদ্দিনের সাথে।

কেমন আছেন আপু?
আলহাদুলিল্লাহ্, ভালো আছি।

দিনকাল কেমন যাচ্ছে বলেন…
আল্লাহ্ যেভাবে নিচ্ছে তাতে আলহামদুলিল্লাহ্ ভালো। তবে, যেহেতু করোনা কাল চলছে তাই একটু সাবধানে থাকতে হচ্ছে।

নতুন কি কি কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন?
নতুন ৩ টি সিরিয়ালে কাজ করবো বলে কথা চলছে। আমার আসলে সিরিয়াল নাটকে কাজ করা হয় বেশি

ধারাবাহিক নাকি একক নাটক। কোনটাতে কাজ করতে আপনার বেশী ভালো লাগে?
কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা একক হউক আর ধারাবাহিক।

অভিনয় শিল্পীদের মধ্যে কাকে আদর্শ হিসেবে মানা হয়?
আমার আগে যেসব গুনীজন কাজ করেছেন তাদের সবাইকে আদর্শ হিসেবে মানি।

ফ্যামিলিতে সময় দেওয়া এবং অভিনয়ও করা, কীভাবে আসলে সামলান?
মাসের প্রায় বেশির ভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকি। ফ্যামিলিকে সেভাবে সময় দেয়া হয় না।

ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন


Related posts

চীনে নিষিদ্ধ গাগা, বিবার ও বিটিএস

সানজানা সংঘীর স্মৃতিতে ইরফান খান

নিজস্ব প্রতিবেদক

রেজার বিজ্ঞাপনে আবুল হায়াত

deshbangla71news.com