deshbangla71news.com
Image default
করোনা

করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, একদিনেই রেকর্ড শনাক্ত


সাকিফুল ইসলামঃ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ১৮১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৬ লাখ ৮৯৫ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২০৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৭৪ জন নগরের ও ৩৪ জন উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (২৫ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৮ হাজার ৫০০ জনের মধ্যে ৩০
হাজার ৫৩২ জন নগরের ও ৭ হাজার ৯৬৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৬৬৭ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৪ জন; এর মধ্যে ২৮২ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ মার্চ) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৯৬ হাজার ৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৬ জন।


Related posts

চট্টগ্রামে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হালিশহরে

নিজস্ব প্রতিবেদক

ইপিজেড থানা ছাত্রলীগের “ফ্রি করোনা টিকা রেজিস্ট্রেশন সেবা” চালু

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, একদিনেই শনাক্ত ৩৭৩৭ জন

নিজস্ব প্রতিবেদক