deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • কাজটা করে যেতে চাই, ভালো-ভালো কাজের অংশ হতে চাই: আলমগীর
বিনোদন

কাজটা করে যেতে চাই, ভালো-ভালো কাজের অংশ হতে চাই: আলমগীর


নিজস্ব প্রতিবেদকঃ সমানতালে মঞ্চ, ছোটপর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় করে যাচ্ছেন আলমগীর হোসেন। কিছু কাজ দিয়ে বেশ আলোচনায়ও এসেছেন তিনি।

সম্প্রতি, বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এ সাব ইন্সপেক্টার ‘রফিক’ এর চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসাও কামিয়েছেন তিনি। গতকাল দেশবাংলার সাথে কথা হলে তিনি তার সমসাময়িক নানান কিছু নিয়ে কথা বলেন।

সংকটকালের ব্যস্ততা…
“এই সময়ে আসলে বাসাতেই থাকা হয়। বাসায় থেকে বইপড়ি, মুভি দেখি।”

এই ঈদের কাজের প্রস্তুতি…
“বেশ কিছু কাজ একেবারে মাঝ পথে থমকে গেছে। শুটিং করার সুযোগ হচ্ছেনা, জানিনা এগুলো ঠিক-ঠাক মতোন করা যাবে কিনা। আবু হায়াত মাহামুদের ‘মামলা ম্যান’ এবং শামস করিমের ‘বনলতার প্রেমে জীবন আনন্দে নেই’ এগুলো এই ঈদে বের হওয়ার কথা আছে।”

নিজের ক্যারিয়ারের অগ্রগতি…
“আমাদের আসলে চেষ্টা করে যেতে হবে। চেষ্টাটাই করে যাচ্ছি, জানিনা ভবিষ্যতে কি হবে। আল্লাহতালা’ই ভালো জানেন।”

‘মহানগর’ ওয়েব সিরিজ…
“সত্যি কথা বলতে, আমরা কাজ করার সময় যে সময়টা দিই প্রত্যেকে আমরা চাই যে, দর্শকরা আসলে দেখুক এবং নিজ-নিজ মন্তব্য পেশ করুক। যেরকম কাজ হোক না কেন, কাজের মূল্যায়নটা যাতে হয়।”

মঞ্চ এবং নাটকে অভিনয়…
“মঞ্চে আসলে আমার অভিনয়ের শুরু। সেখানেও সময় দেওয়া হয়। তবে এখন নাটকে বেশী অভিনয় করছি। মঞ্চে একটু কম।”

দর্শকদের উদ্দেশ্যে…
“আমি কাজটাকে ভালোবাসি। তাই কাজটাই করে যেতে চাই এবং ভালো-ভালো কাজের অংশ হতে চাই। যাতে মানুষ মনে রাখতে পারে।”


Related posts

চট্টগ্রামের সি.আর.বি তে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক

‘রুবাইয়াতের’ ভালোবাসায় ‘বাংলাদেশ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

তামিমাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

নিজস্ব প্রতিবেদক