কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় কোনো করোনা শনাক্তনাই। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০দশমিক ০%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৩টা এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৫ এপ্রিল বিকেল থেকে ১৬এপ্রিল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ নাই। এনিয়ে মোট সুস্থ হলেন ৪১ হাজার ৬৮৩ জন । সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।
ইনশাল্লাহ কুমিল্লা শতভাগ করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।