deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

গত এক বছরে ফেসবুক থেকে ৫ হাজার লিংক অপসারণ বিটিআরসি’র


নিজস্ব প্রতিবেদকঃ গত একবছরে ফেসবুক থেকে প্রায় পাঁচ হাজার আপত্তিকর লিংক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেইসঙ্গে ইউটিউব থেকে ৬২ এবং ১০৬০টি ওয়েবসাইট বা লিংক সরানো হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, এই সময়ে ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয়েছে। এখনো ১৩ হাজার ৯৮৪টি লিংক একটিভ রয়েছে। লিংক অপসারণের হার মাত্র ২৬ শতাংশ। ইউটিউবের কাছে ৪৩১টি লিংক অপসারণ করার অনুরোধ করা হলেও মাত্র ৬২টি লিংক অপসারণ করা হয়। এছাড়া সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) এর মাধ্যমে ১০৬০টি ওয়েবসাইট বা লিংক অপসরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, সিটিডিআর কারিগরি সিস্টেম ইতোমধ্যেই প্রায় ২২ হাজারেরও বেশি পর্নগ্রাফি এবং জুয়ার সাইট বন্ধ করেছে। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট ও আপত্তিকর কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।


Related posts

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তি স্বাভাবিক-রেলমন্ত্রী

Opu Opu

টয়োটার ইয়ারিস ২০২১ সালের সেরা প্রাইভেট কার!

নিজস্ব প্রতিবেদক

নতুন গুগল নেস্ট হাবটি নিয়ে আসছে ‘স্লিপ সেন্সিং’ প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক