deshbangla71news.com
Image default
  • Home
  • জাতীয়
  • গবেষণায় ১০০ কোটি টাকা পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়
জাতীয়

গবেষণায় ১০০ কোটি টাকা পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদকঃ দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২১-২২ অর্থবছরে মোট ১০ হাজার ১৩২ কোটি ৭৪ লাখ টাকার বাজেট পাচ্ছে। তারমধ্যে অনুন্নয়ন খাতে ৫ হাজার ৮৭৫ কোটি টাকা, উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ১৫৭ কোটি টাকা এবং গবেষণা খাতে ১০০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ইউজিসির ১৬০তম কমিশন সভায় চূড়ান্ত করার জন্য উত্থাপন করা হবে এই বাজেট।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে অনুন্নয়ন খাতের ব্যয় বাবদ ৭ হাজার ৪১৩ কোটি টাকা চাহিদার কথা ইউজিসিকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, যা চলতি অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বরাদ্দের চেয়ে ১ হাজার ৭৭৭ কোটি টাকা বেশি।

এর মধ্যে বেতন পরিশোধ বাবদ ৩৩২ কোটি ও ভাতা বাবদ ৫৩৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়গুলো।


Related posts

ঢাকায় ইসলামী দলের বিক্ষোভ, ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি

deshbangla71news.com

মজলুম জননেতার সাদামাটা জীবন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে জাকজমকপূর্ণ আয়োজন

Kazi MD Sazzad Hasan