নিজস্ব প্রতিবেদকঃ
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক আজ শুক্রবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছয় মাস ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
অপূর্ব জানান, “রাতে ঘুমের মধ্যে কোনো একটা সময় আব্বু মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে ডাকাডাকির পর যখন কোনো সাড়া–শব্দ পাওয়াই যাচ্ছিল না, তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে সকালের দিকে বাবাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাসায় ছিলেন না অপূর্বর মা, তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন।”