deshbangla71news.com
  • Home
  • অর্থনীতি
  • চিংড়ি চাষীদের ব্যবসায় মরার উপর খরার চিহ্ন
অর্থনীতি

চিংড়ি চাষীদের ব্যবসায় মরার উপর খরার চিহ্ন


নিজস্ব প্রতিবেদকঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আয় এর অন্যতম উৎস চিংড়ি চাষ। কিন্তু গত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ তথা ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি ও মোড়কের কবলে পড়ছেন চাষীরা। গেল দশ দিন ধরে বাগদা চিংড়ির ব্যবসায় মোড়ক চলছে।

এতে ব্যবসায়ীদের শত শত গেরের চিংড়ি গেছে মরে। গেল ঘূর্ণিঝড় ইয়াসের পর এ যেন চিংড়ি ব্যবসায়ীদের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। চিংড়ি বিক্রির এই সময় মরোক লাগায় তারা আরো বিপদে পড়েছেন। এই অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করছেন তারা।
চিংড়ি চাষীদের রক্ষা করতে উপকূলীয় এই এলাকাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি উঠেছে। জেলা মৎস্য বিভাগের মতে বৃষ্টিপাত হয়ে পানিতে লবণ এর পরিমাণ কম থাকার কারণে বেশিরভাগ চিংড়ি মারা যাচ্ছে।

তবে ব্যবসায়ীরা আরো বলেন কিছু কিছু ভাইরাসের কারণেও অনেক চিংড়ি এর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। বিশেষজ্ঞরা পরামর্শ দেয় যেসব পানিতে লবণাক্ততা কম সে সব পানিতে বাগদা চিংড়ি চাষ না করতে।


Related posts

রিজার্ভ রেকর্ড ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশীর পাট থেকে পলিব্যাগ উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন আসায় ঘুরে দাঁড়াবে অর্থনীতির চাকা

Kazi MD Sazzad Hasan