deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • জর্জের তাচ্ছিল্যের শিকার পেন, ইতি টানলেন অর্ধ যুগ সম্পর্কের
বিনোদন

জর্জের তাচ্ছিল্যের শিকার পেন, ইতি টানলেন অর্ধ যুগ সম্পর্কের


বিনোদন ডেস্কঃ 

 

অবশেষে ইতি টানলেন প্রায় ৬ সম্পর্কের। বিচ্ছেদ ঘটালেন অস্কারজয়ী অভিনেতা শন পেন ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী লেইলা জর্জ। পিঙ্কভিলার বরাতে জানা গিয়েছে, গেল শুক্রবার (২২ এপ্রিল) তাদের বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত।

 

২০১৬ সালে শন পেন তার অর্ধবয়সী অভিনেত্রী লেইলা জর্জের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। চার বছর প্রণয়ের পর করোনার মধ্যে ২০২০ সালের জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসেন এই দুই তারকা।

 

বিয়ের এক বছর না পেরোতেই ফাটল ধরে সম্পর্কে। বিচ্ছেদের (ডিভোর্স)  আবেদন করেন এই তারকা জুটি।

 

তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকেই আলাদা থাকছেন তারা।

 

এত দিন চুপ থাকলেও অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পেন। তিনি জানান, অর্ধযুগের এই সম্পর্কে অবহেলা ও তাচ্ছিল্যের শিকার হয়েছেন তিনি। তাই এই সম্পর্ক থেকে  মন উঠে গেছে তার।

 

তবে বিচ্ছেদ হলেও এখনো লেইলাকেই ভালোবাসেন বলে অকপটে স্বীকার করেন ৬২ বছর বয়সী এই আমেরিকান অভিনেতা ও পরিচালক জর্জ।


Related posts

কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী এম এইচ রিজভী

শিক্ষিকা বিয়ে করলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু’ ছবিতে তিশা

নিজস্ব প্রতিবেদক

আগে আমরা ডেইট দিতাম আর্টিস্টদের, এখন আমরা নিতে হয়।- কামরুল হাসান ফুয়াদ

‘হিট এন্ড রান’ এর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সায়নী

Opu Opu

সজল-সারিকার নতুন নাটক আসছে ‘কাগজের মানুষ’

Kazi MD Sazzad Hasan