deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা


নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড় থাকছেন দলে। অনুমিতভাবেই দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড় থাকছেন দলে। অনুমিতভাবেই দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত বিশ্বকাপ দলে চমক নেই বললেই চলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এই দলের ওপর নিজেদের আস্থার কথা জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


Related posts

সাকিবের নিষেধাজ্ঞা শেষ : শিশিরের জমকালো উদযাপন

deshbangla71news.com

ছয় গোলের ম্যাচে প্রথম জয়ের হাসি ব্রাদার্সের

নিজস্ব প্রতিবেদক

E3 ২০২১ সবচেয়ে বড় গেমিং ইভেন্ট

নিজস্ব প্রতিবেদক