deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • নতুনভাবে আলোচনায় থাকার দরকার নেই, আমি নিজেই তো একটা ব্রান্ড: অনন্য মামুন
বিনোদন

নতুনভাবে আলোচনায় থাকার দরকার নেই, আমি নিজেই তো একটা ব্রান্ড: অনন্য মামুন


বিনোদন ডেস্কঃ অভিজ্ঞ নির্মাতা অনন্য মামুন। এ সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ওয়েব সিরিজ ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি ‘সাইকো’ ও ‘অমানুষ’ সিনেমার শেষ দিকের কাজ নিয়েও ব্যস্ত আছেন। সমসাময়িক কাজ ও সাম্প্রতিক আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দেশবাংলার কাইফ উদ্দিনের সাথে। আলাপচারিতার গুরুত্বপূর্ণ অংশগুলো পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো…

কেমন আছেন বলেন?
আলহামদুলিল্লাহ্, ভালো আছি।

আপনার সাম্প্রতিক ব্যস্ততা কি নিয়ে জানতে চাই?
এইতো এখন ‘সাইকো’ ছবির এডিটিং চলতেছে, ‘অমানুষ’ সিনেমার ফাইনাল কাজ চলতেছে এবং নেক্সট অভিনয়ের প্লানিং চলতেছে।


অনেকে বলছে, আপনি নাকি নিজেকে আলোচনায় রাখতে টিকটকার অপুকে সুযোগ দিয়েছেন। তো এ বিষয়ে আপনার বক্তব্য কি?
অনন্য মামুন অপুকে নিয়ে আলোচনায় আসার দরকার কি? অনন্য মামুন নিজেই তো একটা ব্রান্ড। এসব আসলে আমাকে সমালোচিত করবার একরকম প্রচেষ্টা।

আপনি অপুকে সুযোগ দিতে যাচ্ছেন, এমনটা অপু জানার পর আপনাকে সে কি জানিয়েছিলো?
অপুকে আসলে আমি নিজ থেকে কিছুই বলিনি। ও কাজের জন্য আমার অফিসে এসেছে, এরপর আমি তাকে সুযোগ দিয়েছি।

যাদেরকে প্রশিক্ষণ দিয়ে অভিনয়ে আনতে যাচ্ছেন, তাদেরকে কেন অভিনয়ে আনতে গেলেন? প্রশিক্ষিত শিল্পীরা তো আছেই, তাছাড়া তারা অনেকে বলছে তারা নাকি পর্দায় আসার সুযোগও পাচ্ছেনা…
নতুনরা থাকবে। সবসময় প্রশিক্ষিত শিল্পীরা থাকার দরকার নাই। আর যারা সুযোগ পাচ্ছেনা, এটা তাদেরই সমস্যা। আমার যাকে ভালো লাগবে আমি তাকেই নিব। তারা ঠিকঠাক যোগাযোগ করতে পারেনি বলে দোষ কেন অন্যের উপরে আসবে।

আপনি সম্প্রতি বেশ সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিমত কি?
না, আমি এটাকে সাইবার বুলিং বলি না। অনেকের জেলাস ফিল হবে, এটাকে কিভাবে সাইবার বুলিং বলব। এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। আমি ওরকম মানুষ, ভালো কথা যেটা আমার শোনার দরকার আমি সেটাই শুনি, যেটা শোনার দরকার নেই সেটা শুনিই না।
ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা…
আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।


Related posts

হার না মানা এক যোদ্ধা ‘মেহেজাবিন’

নিজস্ব প্রতিবেদক

পোষা কুকুরকে সন্তান ভাবেন জয়া’র মা!

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক