deshbangla71news.com
Image default
খেলাধুলা

নতুন জার্সি উন্মোচন করলো রিয়াল মাদ্রিদ


নিজস্ব প্রতিবেদকঃ ২০২১-২২ সিজনের নিজেদের হোম কিট উন্মোচন করলো সময়ের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২০-২১ সিজন মোটেও ভালো যায়নি তাদের। কোনো শিরোপা ছাড়াই সিজন শেষ করলো ক্লাবটি। এমনকি চ্যাম্পিয়নস্ লীগের সেমিফাইনালে চেলসির কাছ থেকে বিদায় নিতে হয়েছিল।

আজ ১ মে ২০২১ তারিখ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইন্সটাগ্রাম একাউন্টে নতুন জার্সি উন্মোচন করে রিয়াল মাদ্রিদ। এবারের জার্সি এসেছে ভিন্ন ডিজাইন। সাদা কাপরের পাশে কাঁধ পর্যন্ত কলারসহ নীল রঙের বর্ডার এবং মাঝখানে স্পন্সরের নীল লেখা রয়েছে। জার্সির উপরে ডান কোনায় রয়েছে রিয়াল মাদ্রিদ টিমের অফিসিয়াল লোগো এবং বাম পাশে রয়েছে এডিডাস কোম্পানির লোগো।

সব মিলিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে নতুন জার্সিটি। ভক্তদের আশা নতুন সিজনে নতুন ভাবেই শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।


Related posts

১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেন নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

ছয় গোলের ম্যাচে প্রথম জয়ের হাসি ব্রাদার্সের

নিজস্ব প্রতিবেদক

মুস্তাফিজ একাদশে থাকবেন নাকি জানিয়ে দিলো রাজস্থান রয়েলসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

নিজস্ব প্রতিবেদক