deshbangla71news.com
  • Home
  • চট্টগ্রাম
  • নালায় পলিথিন ফেললে নেওয়া হবে আইনি ব্যবস্থাঃ চসিক মেয়র
চট্টগ্রাম

নালায় পলিথিন ফেললে নেওয়া হবে আইনি ব্যবস্থাঃ চসিক মেয়র


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে জলাবদ্ধতার প্রধান কারণ হলো পলিথিন। পলিথিন পচনশীল না হওয়ায় এগুলো নালা ভরাট করে জলাবদ্ধতা তৈরি করে।
চট্টগ্রাম মেয়র রেজাউল করিম
বৃহস্পতিবার দুপুরে আন্দরকিল্লায় পুরাতন নগর ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “পলিথিন বন্ধ না হলে কর্ণফুলী নদী ভবিষ্যতে বুড়িগঙ্গার মত হবে।এই কারণে এখন থেকে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি।পলিথিন ফেললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এক প্রশ্নে তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ মেগা প্রকল্পের কাজের জন্য খালে যেসব বাঁধ দিয়েছে সেগুলো না সরালে জলাবদ্ধতা এবার চরমে উঠবে। এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান ও প্রকৌশলীদের সঙ্গে সভা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,” এ মাসের মধ্যে প্রকল্পের কাজের জন্য খালে দেওয়া বাঁধগুলো সরানো না হলে চট্টগ্রাম শহর এ বছর গলা পানিতে ডুবে থাকবে। পানি উঠবে। কিন্তু কত দ্রুত পানি সরে যায় সে ব্যবস্থা করতে হবে।”

পলিথিন ব্যবহার এবং যত্রতত্র ময়লা-আর্বজনা ফেলা বন্ধ করা গেলে জলাবদ্ধতা নিরসনে সিডিএর মেগা প্রকল্পেরও অনেক সাশ্রয় হবে বলে জানান রেজাউল করিম।


Related posts

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯২, মৃত্যু ০১

Kazi MD Sazzad Hasan

হাটহাজারীতে যানজট নিরসনে এম.এ.ওয়াহাব ফ্লাইওভার নির্মাণ প্রাণের দাবি

দূর্বার তারুণ্য নিয়ে এলো ‘ফ্রি ঈদ শপিং’

নিজস্ব প্রতিবেদক