deshbangla71news.com
  • Home
  • জাতীয়
  • পোরশায় নবনির্মিত মডেল মসজিদের শুভ উদ্বোধন
জাতীয়

পোরশায় নবনির্মিত মডেল মসজিদের শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ সারা বাংলাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সাথে নওগাঁর পোরশায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধন করেন। এ উপলক্ষে পোরশা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ।

কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের উপস্থাপনায় এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, গণপূর্ত অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন, অতিরীক্ত পুলিশ সুপার মামুন চিশতী, প্রধান ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, ইসলামীক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক আমিন উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশা দারুল হেদায়া বড় মাদ্রাসার মোহতামিম আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ঠিকাদার এনামুল হক ও আনিসুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগ ও বাস্তবায়নে প্রায় ১২কৌটি ব্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মান কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।


Related posts

পৃথিবীতে এরকম এত মসজিদ একসাথে কখনও তৈরি হয় নি

নিজস্ব প্রতিবেদক

প্রায় অর্ধ শতাব্দী ধরে যিনি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

deshbangla71news.com