deshbangla71news.com
নিজস্ব প্রতিবেদক

বাবা হারালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব


নিজস্ব প্রতিবেদক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র বাবা মারা গেছেন। আজ শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বের বাবা। অবশেষে হার মেনেছেন এ মরণ ব্যাধির কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব নিজেই।

অপূর্ব লিখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

তিনি জানান তার বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷

অপূর্ব’র বাবার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেন, ‘আমাদের প্রিয় জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার অনন্ত যাত্রা শান্তির হোক।’

একইসাথে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেন, ‘জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ার বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি মহান আল্লাহ এই সহজ সুন্দর মানুষটাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।’


Related posts

তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট বন্ধ হবে না

SAKIFUL ISLAM

ঘুমন্ত অবস্থায় অভিনেতা অপূর্ব’র বাবার মৃত্যু

SAKIFUL ISLAM

কুমিল্লায় পাহাড়পুরের পতিত জমিতে তিল চাষে স্বপ্ন বুনছে কৃষক

H.A Mubarak

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

H.A Mubarak

কুসিক নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত

H.A Mubarak

চিকিৎসা নিতে আসা রোগীকে পিটিয়ে আহত করল দালাল চক্র, আটক ১

H.A Mubarak