deshbangla71news.com
সারা দেশ

বিশ্বে করোনায় আক্রান্ত আরও সাড়ে ৫ লাখ


নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন।

শনিবার (১৪ মে) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এই তথ্য জানা গেছে।

 

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে আমেরিকায়।

 

দেশটিতে এদিন করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৯৫ জনের। এই সময়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের।

এদিন জার্মানিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৬৭০ জনের শরীরে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

 

তাইওয়ানে এদিন করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ১১ জনের। মৃত্যু হয়েছে ৪১ জনের।

 

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন, মৃত ১৮১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন, মৃত ৫১ জন), জাপান (নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন, মৃত ৪১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন, মৃত ১১৫ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন, মৃত ১৩০ জন), স্পেন (নতুন আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন, মৃত ১০৭ জন)।

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


Related posts

পদ্মা সেতুর ১০নাম্বার পিলারে ফের ফেরির ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

সাত মরদেহসহ লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

টিকা নিলে গাঁজা ফ্রী

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধামুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

Kazi MD Sazzad Hasan

টয়লেটে পাওয়া গেল সাড়ে ৫ কেজি সোনা, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা!

H.A Mubarak