deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১৩৫ তম


নিজস্ব প্রতিবেদকঃ মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। বাংলাদেশের পেছনে আছে দুটি দেশ—আফগানিস্তান ও ভেনেজুয়েলা।

ইন্টারনেটের গতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলার গত মাস জুনের হিসাবে এ চিত্র উঠে এসেছে। ওকলা প্রতি মাসেই এ চিত্র তুলে ধরে। এতে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ১২ দশমিক ৪৮ এমবিপিএস। আপলোডের গতি ৭ দশমিক ৯৮ এমবিপিএস।


Related posts

নাসা নাম রেখেছে “অক্টাভিয়া ই-বাটলার ল্যান্ডিং”

নিজস্ব প্রতিবেদক

কোয়ালকমকে এবার মিডিয়াটেকের ৪ ন্যানোমিটারের টক্কর

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক স্মার্ট ওয়াচ

নিজস্ব প্রতিবেদক