deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • যতগুলো সিরিজ করেছি তারমধ্যে এটা ছিলো ‘অন্যরকম’: শ্যামল মাওলা
বিনোদন

যতগুলো সিরিজ করেছি তারমধ্যে এটা ছিলো ‘অন্যরকম’: শ্যামল মাওলা


বিনোদন ডেস্কঃ সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা শ্যামল মাওলা। সমানতালে অভিনয় করছেন ছোটপর্দা, ওয়েব সিরিজ এবং সিনেমায়। সম্প্রতি কাজ করেছেন আলোচিত ‘মহানগর’ ওয়েব সিরিজে। প্রশংসাও কামিয়েছেন বেশ। এই ঈদেও আসছেন বেশকিছু ওয়েবসিরিজ এবং নাটক নিয়ে।

দেশ বাংলা ৭১ নিউজ এর কাইফ উদ্দিনের সাথে শ্যামল মাওলার সমসাময়িক নানান বিষয় নিয়ে আলাপ হয়। এই তারকা কথোপকথনে জানিয়েছেন নানান কিছু। সেই আলাপচারিতার কিছু গুরুত্বপূর্ণ অংশ দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

সংকটকালের ব্যস্ততা…
–লকডাউনের ব্যস্ততা বলতে বাসাতেই থাকা হয়। তবে বিশেষ কোন কাজের ব্যস্ততা নেই।

ঈদের কাজ…

–মাহমুদ দিদারের ওয়েব ‘পঁচিশ’ আসবে বিঞ্জে অরিজিনালে। সুমন আনোয়ারের একটা ওয়েব ও একটা নাটক আসবে বায়োস্কোপে ও বাংলা ভিশন চ্যানেলে। সূর্য দীপ্ত সৌর্য্যের একটা নাটক আসবে বৈশাখি টিভিতে। আর মিজানুর রহমান আরিয়ানের শর্টফিল্ম, ‘সময়’ আসবে ঈদের দিন। ‘সময়’ এনটিভি ও ইউটিউবে দেখা যাবে।

নিজের ক্যারিয়ারের অগ্রগতি…
–অনেক ভালোই লাগছে এই অনুভূতি। যে কোন কাজের সাকসেস আসলে ভালোই তো লাগে। আসলে আমাদের চেষ্টা করে যেতে হবে। লকডাউনে এসব কমপ্লিমেন্ট বেশ ভালোই উপভোগ করছি।

‘মহানগর’ নিয়ে অভিমত…
–এই কাজ করার সময় খানিকটা আন্দাজ করেছিলাম ‘মহানগর’ প্রশংসা পাবে। কারণ, যতোগুলো সিরিজ করেছি সেগুলোর চেয়ে এটা অন্যরকম ছিলো।”

‘মহানগর’ ওয়েবে সহ-শিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা…
–শুটিং বেশ আনন্দেই কাটিয়েছি, যেমনটা শুটিং-এ হয়। কাজের প্রেসারে যতোটুকু সিরিয়াস থেকে কাজ করা যায়, সেই চেষ্টা করেছি। সবাই মিলে কাজটা উপভোগও করেছি। এভাবে আনন্দেই কাজটা আসলে হয়েছে।

‘মহানগর’ ওয়েবের চরিত্র…
–বেশ ভালোই উপভোগ করেছি। যতোক্ষন কাজে ছিলাম, ঠিক-ঠাক মতোন চরিত্র ফুটিয়ে তুলতে চেয়েছি, জানিনা কতোটুকু পেরেছি।

ক্যারিয়ার নিয়ে আগামীর পরিকল্পনা…
–আমি কাজটাকে ভালোবাসি। তাই কাজটাই করে যেতে চাই এবং ভালো-ভালো কাজের অংশ হতে চাই। যাতে মানুষ মনে রাখতে পারে।

ভক্তদের উদ্দেশ্যে…
–দোয়া করবেন আমার জন্য। আমি যেন ভালো-ভালো কাজ করতে পারি। দর্শক-ভক্ত যারা আছে, তারা যেন সবসময় আমার পাশে থাকে।


Related posts

পোষা কুকুরকে সন্তান ভাবেন জয়া’র মা!

নিজস্ব প্রতিবেদক

রানু মন্ডলের কথা বলতেই ক্ষেপে গেলেন সেই হিমেশ

নিজস্ব প্রতিবেদক

এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক