deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • লিটনের ভালো পারফরম্যান্স আবারো বিশ্রামে নাঈম শেখ
খেলাধুলা

লিটনের ভালো পারফরম্যান্স আবারো বিশ্রামে নাঈম শেখ


নিজস্ব প্রতিবেদকঃ ওপেনিংয়ের দৈন্য দশায় শেষমেশ জিম্বাবুয়ের কাছেও ভুগতে হচ্ছে!
অথচ নতুনদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছেনা!
এখন মনে হচ্ছে তামিমকেও কিছু কিছু ম্যাচে বিশ্রাম নিতে হবে!

আর লিটনের আজকের ইনিংস বার্তা দিচ্ছে আরও দুই সিরিজ দলে জায়গা পাকাপোক্ত হয়েছে আর অযথাই নাইমের বিশ্রামে থাকা নিশ্চিত!
অন্যভাবে বললে বিনাদোষেই কপাল পুড়লো তাঁর!

বিশ্রামে থেকেই জং ধরুক নাইমের শরীরেও ব্যাটিংয়ে! এভাবেই নষ্ট হোক আরেকজন তরুণ!.

আপনি ১ ম্যাচ খেলিয়ে বসিয়ে রাখবেন,এভাবে তো প্রতিভা বের হবে না।সে যদি খেলার জন্য উপযুক্ত না হতো তাহলে কি দরকার ছিলো ১ ম্যাচে সুযোগ দেওয়ার?হয়তো ভবিষ্যতে সে আরও সুযোগ পাবে।কিন্তু সে মানসিকভাবে অবশ্যই পিছিয়ে যাবে।


Related posts

স্পিনারদের দাপটে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

ক্ষমা চেয়েছেন স্টেইন

নিজস্ব প্রতিবেদক

নেইমার নৈপুণ্যে দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে ব্রাজিল

Kazi MD Sazzad Hasan