সাকিফুল ইসলাম (বিশেষ প্রতিনিধি):
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ৫ হাজার ৮৬১ নমুনা পরীক্ষায় ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ লক্ষ ৫২ হাজার ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ১২৪ জনে। তাছাড়াও ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৫ জন, মোট সুস্থ ১৮ লক্ষ ৮৯ হাজার ৬০৫।