deshbangla71news.com
Image default
জাতীয়

স্বাধীনতা দিবসে গোলাম ছামদানি জনি’র ভিন্নধর্মী উদ্যোগ

  • 3
    Shares

এ আর তাইমুনঃ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানি জনি নগরীর হালিশহরে অবস্থিত রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোমবাতি প্রজ্জ্বলন করে ‘স্বাধীনতার ৫০’ লেখাটি লিখে দিবসটি পালন করেন।

এসময় গোলাম ছামদানি জনি বলেন, নব প্রজন্ম দিয়ে এখানে প্রতিটা মোমবাতি বসানো হয়েছে। এতে করে তারা অনেক কিছুই শিখেছেন। তাদের কৌতূহল থেকে জেনেছে বাঙ্গালির স্বাধীনতার সংগ্রামী ইতিহাস। সবগুলো মোমবাতি একসাথে সাজানোর পর অনেক সুন্দর দেখতে পেয়ে তারা উপলব্ধি করেছে, ঐক্য বা একতা-ই সুন্দর।

এসময় আরও উপস্থিত ছিলেন সুফিয়ান রুবেল, শামীম,মিজান,ইউসুফ, সুমন,রাসেল,হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক নওশাদ আলী, , থানা ছাত্রলীগের সদস্য এ কে আরিফ খার, ইমরান খান আরভি, কুয়েত শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এস,এ সামীম,১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহামেদ ফাহিম, যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি, স্বাধীন, আকিব আহাম্মেদ,সাব্বির আহাম্মেদ শামীম, ইসমাইল সম্রাট,মোঃ মাহবুবুর রহমান সাকিব, আলী, সোহাগ,সাজিদ, নাদিম, অভি,বাধন,অজয়,নাজমুল, সহ হালিশহর থানা ছাত্রলীগ, ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ,ও ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।


  • 3
    Shares

Related posts

মঞ্চের সামনে বসা নিয়ে যুবদল-ছাত্রদলের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক