deshbangla71news.com
আন্তর্জাতিক

শকুনের হানা ইন্দোনেশিয়ায়


 

শোকের কালো মেঘ যেনো কাটছেই না ইন্দোনেশিয়ার আকাশ থেকে। প্রথমে বিমান বিধ্বস্ত এর পর পর ই আবার ভূমিকম্প, তার দাগ না মুছতেই আবার আসছে নতুন আপদ!
ফুলে ফেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু পর্বতের আগ্নেয়গিরি। কালো ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার আকাশ, সাড়ে ৫ কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে গেছে এই কালো ধোঁয়া।

কালো ধোঁয়ার কারণে আঁধারে হারিয়ে গেছে আশপাশের বিস্তৃত এলাকা। তবে লোকালয়ে এখনও কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে রয়েছে পুড়ো দেশবাসী। অগ্ন্যুৎপাতের আশঙ্কা এমনকি লাভাস্রোত নেমে আসতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে দেশটির প্রশাসন।
এই ক্ষেত্রে সবচেয়ে আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশের বসবাসরত গ্রামের মানুষ, ইতিমধ্যে গ্রামগুলোতে জারি হয়েছে সতর্কতা। তবে এখনও বাসিন্দাদের সরে যাবার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

জাভা দ্বীপের অন্যতম সক্রিয় ও উচ্চতম আগ্নেয়গিরি সেমেরু। গত ডিসেম্বরে লাভা উদগীরণ শুরু করেছিল এটি।

এখন ইন্দোনেশিয়া বাসী
অপেক্ষার প্রহর গুনছে কবে হবে সেই বর্ষন যার মাধ্যমে ধুয়ে যাবে তাদের এই কাল সময়, কেটে যাবে আকাশের এই শোক ও আতঙ্কের কালো মেঘ।


Related posts

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত বেড়ে ১৮

নিজস্ব প্রতিবেদক

ইয়েমেন যুদ্ধের জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহি করতে হবে : ইরান

Kazi MD Sazzad Hasan

রুটি বিক্রেতা থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এরদোয়ান

deshbangla71news.com