একতাই বল! এই কথাটি বুকে ধারণ করে যুগে যুগে মানবের তরে জীবন উৎসর্গ করে গিয়েছেন লাখো মানব প্রেমী। তার ই এক উদাহরণ হতে পারে মানবের তরে নিজেদের বিলিয়ে দেওয়া মানবিক সংগঠন “দূর্বার তারুণ্য”। এক ঝাঁক তরুণদের একতার মধ্য দিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা মানবের কল্যাণে।।
দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরপর চারিদিক থেকে তরুণদের কাজ করার এতোটাই আগ্রহ পায় যে, যার ফলে তাদের কে কাজে লাগিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে এই দূর্বার তারুণ্যের কার্যক্রম।
কাজকে সহজ করে নিতে গঠন করা হচ্ছে জেলা ভিত্তিক কমিটি, ইতিমধ্যে বেশ কিছু জেলায় কমিটি দিয়ে দূর্বার তারুণ্য এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে।
তার ই ধারাবাহিকতায় গতকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় “দূর্বার তারুণ্য কিশোরগঞ্জ জেলা কমিটি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ-চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর। তিনি বলেন “তরুণদের নানান অপকর্ম থেকে ফিরিয়ে আনতে দূর্বার তারুণ্যের মতো সংগঠন সময়োপযোগী হিসেবে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
উপস্থিত ছিলেন,
দূর্বার তারুণ্য কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ সাদির,তিনি কিশোরগঞ্জ জেলা কমিটির সকলের উদ্দেশ্যে বলেন “সংগঠন কে ভালোবেসে কাজ করতে হবে কোনো পদ পাওয়ার জন্য না এবং তারুণ্য কে জাগ্রত করে মানবতার পথে চলতে শিখানো টাই হোক প্রত্যেক সদস্যর মূল মন্ত্র, এবং তিনি আরো বলেন কাজ করবেন সংগঠন এর হয়ে অসহায়দের সাহায্য করার জন্য কিন্তু দেখানোর মতো কোনো সেবা করার দরকার নেই।তরুণ সমাজ ভালো কিছু কাজ করুক এটাই চাই”।
এসময় আরো উপস্থিত ছিলেন,
দূর্বার তারুণ্য কিশোরগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত
সভাপতি – নিরব আহমেদ, তিনি বলেন “মানবিক কাজ করার জন্য কোনো পদ পদবির দরকার হয় না, আমরা সবাই নিজেদেরকে দূর্বার তারুণ্যের একজন সেচ্ছাসেবক মনে করে কাজ করে যাবো ইনশাআল্লাহ”।
উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য কিশোরগঞ্জ জেলা কমিটির,
সহ সভাপতি -জামসেদ,
সাধারণ সম্পাদক- বিজয় ইসলাম,
অর্থ সম্পাদক ফাইজুল ইসলাম,
উপ অর্থ বিষয়ক সম্পাদক-শাকিল আহমেদ,
যুগ্ম সাধারণ সম্পাদক -হাবিবুর রহমান পাবেল।
এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন, মাসুদ নূর ইসলাম, মোহাম্মদ রুবেল হোসেন, পাবেল খান, জুম্মান আহমেদ,
রায়হান ওসিফ, সজিব হোসেন, মোহাম্মদ মনির,
মোহাম্মদ আলি হোসেন,
আল আমিন আহমেদ আরো অন্যান্য সদস্যবৃন্দ।