চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়ে এতে এই পর্যন্ত ৬জন আহত হয়েছে বলে জানা গিয়েছে এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী (রিদওয়ান) বলেন, ‘ফোর এইচ গার্মেন্টেসে নতুন একটি ভবনের নির্মাণ কাজ চলমান, নতুন ভবনটির একটি ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’
শ্রমিকরা জানিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে, আর দু’জন গুরুতর আহত হওয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে যাওয়া ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন বলে আশংকা রয়েছে বলেও জানিয়েছন তারা।
এসময় বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারও একই কথা বলেন। তিনি বলেন ‘ভবন ধসের ঘটনায় মোট ছয়জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’