মেহেরপুর জেলার আয়তন ৭১৬.০৮ বর্গ কিলোমিটার।
সন্দ্বীপ উপজেলার আয়তন ৭৬২.৪২ বর্গ কিলোমিটার।
মেহেরপুর জেলার শিক্ষার হার ৩৭.৮%
সন্দ্বীপ উপজেলার শিক্ষার হার ৫১.৫%
মেহেরপুর জেলার রেমিটেন্স ০.৫৯%
সন্দ্বীপ উপজেলার রেমিটেন্স ১১% এর অধিক।
মেহেরপুর জেলার তিনটি উপজেলা: গাংনী, মেহেরপুর ও মুজিবনগর
সন্দ্বীপ উপজেলার স্বর্ন দ্বীপ, উড়ির চর দ্বীপ এবং সন্দ্বীপ সহ একটি দ্বীপ জেলা ঘোষণা করার আবেদন আমরাতো করতে পারি।
দৃষ্টান্ত হিসেবে দ্বীপ জেলা ভোলারও উল্লেখ করা যায় ।
বরিশালের ভোলা একটি দ্বীপ থানা ছিলো। পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উদ্দোক্তা জেগে উঠেছিলো বলে আজ ভোলা একটি ছোট্ট জেলায় পরিণত হয়েছে এবং জেলা হিসাবে সকল সুযোগ সুবিধা পেয়ে থাক।
ভোলা জেলা হিসাবে অর্থ নৈতিক অবদান আমাদের সন্দ্বীপ উপজেলার চেয়ে কম। কারন সরকারি হিসেবে দেশের অর্থনৈতি ১১’/. রেমিট্যান্স যোগ হয় আমাদের এ সন্দ্বীপ থেকে। যা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য আয়ের উৎস।
-ড. সালেহা কাদের