রক্ত আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় রক্তদাতার সংখ্যা এখনো নগণ্য।
পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ। ঘাটতি থাকে তিন লাখ ব্যাগের বেশি।
এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে।
তেমনি সেচ্ছায় রক্তদান করেন সেচ্ছাসেবী সংগঠন Blood For Life – জীবনের জন্য রক্ত
যেটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সেচ্ছাসেবক মোহাম্মদ আবদুর রহমান রাফি। যার পরিচালনায় এই সংগঠনটি পরিচালিত হয়। সেই সাথে তার সহযোদ্ধারা রয়েছেন যারা সেচ্ছায় যত বাঁধা আসুক না কেন সেউ বাঁধা কে পেরিয়ে এগিয়ে আসে রক্তদানে।
০৫-০২-২০২১ তারিখ রোজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় সেচ্ছাসেবী সংগঠনটির আলোচনা সভা, পরিচয় পর্ব এবং আইডি কার্ড বিতরণ।
আলোচনা সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা, এডমিন মডারেটর এবং সদস্যরা সেখানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবী সকল সদস্যদের মাধ্যমে এডমিন মডারেটরদের আইডি কার্ড বিতরণ করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোঃ সাজ্জাদ হাসান, আরিয়ান আসিফ, জসিম উদ্দিন, হাসিব বিন আলিম, মোঃ রাকিব হোসেন, ফয়সাল কবির,কাউসার,নুর ইসলাম আরিফ, ফারুক আহমেদ, ইরফান খান,ইমন হোসেন, এম.এস.টি রমজান এবং আরো অনেকে।