চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৫২ জন নগরের ও ১৬ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ৪২৩ জনের মধ্যে ২৬ হাজার ১০৪ জন নগরের ও ৭ হাজার ৩১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।