মোবাইল ফোনের জগতে এলো নতুন চমক।
না, শাওমি -রিয়েলমি-ওপ্পো এদের কোনোটিই নয়। ‘ ZTE ‘ নামক একটি চাইনিজ প্রতিষ্ঠান নিয়ে এলো আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন। যা বানিজ্যিক ভাবে তৈরি বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন।
কয়েক মাস পূর্বে স্যামসাং, শাওমি ইনভেজিবল বা ট্রান্সপারেন্ট ডিসপ্লে বাজারে এনেছিলো, যাদের এক পাশ থেকে ওপর পাশে দেখা সম্ভব। মূলত, সে প্রযুক্তিকেই আপগ্রেড করে ZTE -র স্মার্ট ফোনটিতে নর্মাল ডিসপ্লেটির সাথে ফ্রন্ট ক্যামেরার উপরে থাকা অংশে এক্সট্রা ভাবে সংযুক্ত হয়েছে। যা সাধরণভাবে চোখে দেখলে
একটি স্বাভাবিক ডিসপ্লের মতই দেখতে মনে হবে।
ZTE AXON 20 5g ও ZTE AXON 20 4g এই দুটো ভেরিয়েন্টেই থাকছে এই প্রযুক্তিটি।
এর পাশাপাশি স্মার্ট ফোন দুটিতে থাকছে Snapdragon 765 (5g) ও Tiger T618 (4g) চিপসেট। ফাস্ট চার্জিং এর সুবিধাসহ দুটোতেই থাকছে 32 mp under display ক্যামেরা।