গতকাল ১১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোঃ আলমগীর হোসেন (৩৫) নামের একজন শ্রমিক নিহত হন এবং আরো ২১ জন শ্রমিক আহত হন।
মারা যাওয়া ব্যক্তি মোঃ আলমগীর হোসেনের লাশ গতকাল রাত পৌনে ১১ টার দিকে ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল বিকেলে ঐ কেমিক্যাল কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্যান্টে আগুন লাগে। আর সেখান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ১ জন শ্রমিক নিহত ও ২১ জন শ্রমিক আহত হন।