চট্টগ্রাম মহানগরের কোতয়ালী থানার সতীশ বাবু লেইন জগদ্বন্ধু আশ্রমে বানী অর্চণা অনুষ্ঠান করা হয়।
সকাল -১১ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিকাল ৪ টায় ভক্তি মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় পুরস্কার বিতরণী এর মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়। এই পূজার আয়োজনে থাকে মহানাম সেবক সংঘ, বৃহত্তর চট্টগ্রামের বিদ্যার্থীগণ। পূজার প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নেজাম উদ্দিন পিপিএম, ভারপ্রাপ্ত কর্মকতা, কোতোয়ালী থানা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমান এটাই যে, আমি মুসলিম হয়েও আপনাদের প্রোগ্রামের দাওয়াত পেয়েছি ও এসেছি। এ ভাতৃত্ববোধ টিকে থাকুক ধরণীর ধ্বংসের দিন পর্যন্ত।
সভাপতিত্ব করেন শ্রী রাজু গোপাল বণিক।
এসময় আরও উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক শ্রী এডভোকেট সাধন কুমার মজুমদার।
সঞ্চালনায় ও পূজায় উপস্থিত ছিলেন হিমেল বণিক,প্রান্তিকা চৌধুরী, শরদিন্দু দত্ত, রঙন দত্ত,আবির দত্ত,রাজ মল্লিক, সাক্ষর চৌধুরী,অনুদীপ সরকার,পূজন বিশাসসহ আরও অনেকে।