বিশ্বের ১ নম্বর সোশাল মিডিয়া ফেসবুক। আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে কিন্তু তাতে ফেসবুক নেই এমন ঘটনা নেহাতি অসম্ভব। মোবাইল-কম্পিউটারের সীমা পেরিয়ে ফেসবুক এবার আসতে চলছে হাত ঘড়িতেও।
বিভিন্ন সুত্র থেকে জানা গিয়েছে, ফেসবুক আগামী বছরেই বাজারে নিয়ে আসতে পারে তাদের তৈরি স্মার্ট ওয়াচ। এতে স্বাস্থ্য ও ফিটনেসের বৈশিষ্ঠ্য গুলোর পাশাপাশি থাকবে ইনবিল্ড ফেসবুক এপ। যার মাধ্যমে ব্যবহারকারী বার্তা আদান-প্রদানের সকল সুবিধাই ভোগ করতে পারবেন।