টানা শুটিংয়ে সিনেমার কাজে দিব্যি ব্যস্ত সময় পার করছেন নুসরাত ইমরোজ তিশা। ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাকে রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে দেখা যাবে। দেশের বাইরে ‘মুম্বাইতে’ সিনেমাটির কাজ হচ্ছে। ‘বঙ্গবন্ধু’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন দেশের সামনের সারির এক অভিনেতা।
সিনেমাটি সম্পর্কে তিশা বলেন, ইতিহাস নির্ভর এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। সুযোগকে ঠিকরকম কাজে লাগাতেও একরকম চ্যালেঞ্জ। তিনি আরও জানান, দেশ-বিদেশে যে মানুষটাকে নিয়ে সবাই খুব ভালোভাবেই জানেন সে মানুষটার মত চরিত্র ফুটিয়ে তোলাও কষ্টসাধ্য। শতভাগ চেষ্টা করছি জানিনা কতটা সফল হব। এই চরিত্রে মানুষের আবেগ, ভালোবাসা যেমন জড়িত, তেমনি ইতিহাসও জড়িত।
‘রেণু’ চরিত্রটি পেছনের হিরো। এই মানুষটা কখনো সামনে আসেননি বরং পেছন থেকে শেখ মুজিবকে সাহস জুগিয়েছে। সে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন তিশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লম্বা সেশন ছিল শুটিং শুরুর আগে। সেখান থেকে রেণু চরিত্রের বেশ ভালো ধারণা পেয়েছে তিশা। তবে সেই লম্বা সেশনই তিশাকে এই চরিত্রে নিখুঁত ধারণা দিয়েছে।