আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
দুটি লাইন কোনো ভাইয়ের কোনো বোনের মুখের ক্ষতির মতোন।
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।
শত শত মায়ের দুঃখ-কষ্ট বেদনার গল্প এই লাইন গুলো। কারণ ১৯৫২ সালের এই দিনটিতেই কোনো বোন হারিয়েছে তার বোনকে, কোনো ভাই হারিয়েছে তার ভাইকে, এমনকি মা হারিয়েছ তার সন্তানকে। তখন থেকেই এই দিনটি বাংলাদেশের প্রেক্ষাপটে মর্মান্তিক দিক বলে পরিচিত। দিনটি হলো ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
তবে আসলেই বাঙালি কি তাদের সেই ইতিহাস ধরে রেখেছে? সালম, বরকত, রফিক, জব্বারের মতো যারা রাজপথে বাংলা ভাষার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছে তাদের কষ্টের ফল কি আমরা ধরে রাখতে পারছি?
হ্যা, আজ ৮ই ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারি নয়।
আমরি বাংলা ভাষা বলে আমরা চিল্লাতে থাকি, শহীদ মিনারে গিয়ে শহীদদের সম্মানে ফুল দিয়ে আসি। এভাবে তো আমরা আমাদের বাংলা ভাষা ধরে রাখছি না। আমরি বাংলা ভাষা বলে চিল্লাতে থাকা মানুষজন আজ ২১শে ফেব্রুয়ারী বলছে অর্থাৎ ইংলিশ বঙ্গাব্দ অনুযায়ী দিনটি স্বরণ করছে।
বাংলী তবে আমাদের মনে রাখতে হবে ১৯৫২ সালের এই দিনটি বাংলার বীর ছেলেরা কেবল এই বাংলা ভাষার জন্য তাদের প্রাণ উৎসর্গ করেছে। তাই আজকের দিনটি আমাদের স্বরণ করতে হবে ৮ই ফাল্গুন হিসেবে বাংলা বঙ্গাব্দ অনুযায়ী।