১২ শুধু একটি সংখ্যা নয়, এটি দিয়ে জড়িয়ে আছে জীবনের অনেক কিছু। চলুন জেনে নেওয়া যাক।
-১২ cm মানুষের হার্ট এর দৈর্ঘ্য।
-১২ cmশ্বাসনালির দৈর্ঘ্য ।
-১২ জোড়া পর্শুকা ।
-১২ টি থোরাসিক কশেরুকা।
-১২ জোড়া করোটিক স্নায়ু।
-১২ তম করোটিক স্নায়ু হাইপোগ্লোসাল ।
-১২ তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোন ক্ষরন বেড়ে যায় এবং এস্ট্রোজেন হরমোন ক্ষরন কমে যায় ।
-নিষেকের ১২ সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয় ।
-ঘাসফড়িং এর ১২ টি বা ৬জোড়া আলারি পেশি থাকে।
-১২ ঘন্টা পর রুই মাছের পোনায় ক্রোমোটোফোর উৎপন্ন হয় ।
১২ তম ক্লটিং ফ্যাক্টর হলো হ্যাগম্যান ফ্যাক্টর।
-হাইপোথাল্যামাস এক ডজন অর্থাৎ ১২ টি অঞ্চলে বিভক্ত।
-১২ কোটি অথবা ১২ কোটি ৫০লক্ষ রড কোষ রয়েছে।