খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।
খাগড়াছড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এদিকে, অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি প্রক্রিয়া শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়।