deshbangla71news.com
চট্টগ্রাম

কি আসছে সন্দ্বীপের জন্য?


আসছে…. এম.ভি আইভি রহমান এক্সপ্রেস

আয়তনঃ
৫০ মিটার দৈর্ঘ্য ও ১০.৫০ মিটার প্রস্থ বিশিষ্ট জাহাজ টির হালের গভীরতা ৩ মিটার। যার লোডেড ড্রাফট হবে ১.৮৫ মিটার।

ধারণ ক্ষমতাঃ
মাইল্ড স্টিল দ্বারা নির্মিত উপকূলীয় যাত্রীবাহী এই জাহাজ টির যাত্রী ধারন ক্ষমতা হবে ৫০০ জন। এছাড়া ৫০ টন মালামাল বহন করার ও সক্ষমতা থাকবে জাহাজটির।

আসন বিন্যাসঃ
৩৫০ জন এর ইকোনমি ক্লাস (ডেক) স্পেস ও ১৩৮ জন এর সাধারন আসন ব্যাবস্থা ছাড়াও ১২ টি ভি আই পি বিজনেস ক্লাস বিলাসবহুল কেবিন থাকছে জাহাজ টিতে । শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে । উন্নত মানে ও আধুনিকর নেভিগেশন যন্ত্রপাতি ছাড়াও , জাহাজ টিতে পর্যাপ্ত সংখ্যক জীবন রক্ষা কারী সরঞ্জাম থাকবে।

জাহাজ টির সার্ভিস গতি হবে ঘন্টায় প্রায় ১০ নটিক্যাল মাইল।


Related posts

চট্টগ্রামে ৩ দিনে চাঁদাবাজির ২ গ্রুপ আটক

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

deshbangla71news.com

এ যেন এক প্রাণে দুই পাখি

Kazi MD Sazzad Hasan