deshbangla71news.com
বিনোদন

প্রভাসের নতুন সিনেমা ‘স্যালার’


বাহুবালি, শাহো এর মত সুপার হিট সিনেমা দিয়ে দর্শকদের মনোমুগ্ধ করা প্রভাস আবারো নিয়ে আসছেন নতুন আঙ্গিকে আরও একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা – ‘স্যালার’। মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে সিনেমাটিকে ঘিরে।
পূর্বের সিনেমাগুলোর ন্যায় স্যালার সিনেমাটিও হবে একটি বিশাল বাজেটের সিনেমা। সিনেমাতে হিরো হিসেবে থাকছেন প্রভাস এবং সিনেমাটি পরিচালনা করবেন ‘কেজিএফ’ সিনেমার পরিচালক প্রশান্ত নীল।

সিনেমার নির্মাতারা একটি অফিশিয়াল পোস্টারও শেয়ার করেছেন। যেখানে প্রভাসকে দেখা যায় ভারী গোঁফ আর হালকা দাড়ি সমেত নতুন অবতারে। স্যালার সিনেমাটি প্রকাশিত হবে বেশ কয়েকটি ভাষায়। এ বছরের জানুয়ারিতে শুরু হয়েছে সিনেমার শুটিং। নির্মাতারা জানিয়েছেন আগামী বছরেই (২০২২ সাল) সিনেমা হলে মুক্তি পাবে ‘স্যালার’।


Related posts

পাখির ভাষায় কথা বলা

নিজস্ব প্রতিবেদক

সঞ্চালনার দায়িত্বে ‘নিতুল’…

নিজস্ব প্রতিবেদক

প্রতিযোগিতা কাজে দিবে

নিজস্ব প্রতিবেদক