নিজস্ব প্রতিবেদকরাজ্য বেড়িয়ে কি লাভ হলো মার্চ ১১, ২০২১ চারতলা ভবন থেকে লাফ দিয়ে কারাগার পালানো রোবেলকে ফের কারাগারে পাঠালো আদালত। পুলিশ রিমান্ডের আবেদন করলেও গুরুতর অসুস্থ থাকায় আদালত তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতের সংক্ষিপ্ত সুনানির পর এই সিদ্ধান্ত নেয় আদালত।