পানির বদলে বালিতে ঢাকা তিস্তা। পানি শূন্যতার ক্ষতিকর প্রভাব পরছে উওরের জনপদ আর সেখানকার মানুষের জীবন জীবিকার উপর।
পানির অভাবে অনিশ্চয়তায় দেশের সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্প। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে ১৯৮৩ সাল থেকে দর কষাকষি চললেও সুরাহা হয়নি আজও।
সবশেষ ২০২০ সালে ডিসেম্বর মাসে দুই দেশের সরকার প্রধানের মধ্যেকার সম্মেলনে তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশা দেখিয়েছিলো ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মুদি।আর তাই চলতি মাসে নরেন্দ্র মুদির ঢাকা সফরে তিস্তা ইস্যু নিয়ে আসায় বুক বেধেছিলো বাংলাদেশ।
তবে পররাষ্ট্রমন্ত্রী ড.আব্দুল মোমেন জানালেন মুদির সফরে তিস্তা ইস্যু নিয়ে কোন আলোচনাই হবেনা।