সামস্ মানে বহু তরুণ-তরুণীর আবেগ কিংবা ভালোবাসা। মানুষ সুখ চাই, দুঃখ ভুলতে চাই।
আর দুঃখ ভুলতে হলে ধরকার এমন কিছু ব্যবস্থা যা দিয়ে পাওয়া যাবে শান্তনা। একজন শিল্পী হিসেবে গান গেয়ে শ্রোতাদের এই শান্তনার ব্যবস্থা করেন সামস্।
বিভিন্ন সময়ে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য গান গাইতে থাকেন শামস্ এবং জনপ্রিয়তাও পেতে থাকেন আশানুরূপ। ‘ছলনাময়ী’ এবং ‘ঘুম ভালোবাসি’ দিয়ে সবচেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। রীতিমত ফেসবুক কিংবা ইউটিউবে নিজের কাজ নিয়ে সক্রিয় তিনি। তার পরিবেশনায় যেসব গান থাকে তা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন শামস্। এবারে ‘অশ্রু ভেজা মাটি’ নামক নতুন সঙ্গীত নিয়ে হাজির হয়েছেন তিনি।
গত ১০’ই মার্চ প্রকাশিত হলো শামসের ‘অশ্রু ভেজা মাটি’। বরাবরের মতো এবারো ভক্তদের কাছে জনপ্রিয়তা পায় এটি। গানটিতে মডেল হিসেবে রয়েছেন ‘তানভীর পরশ’ ও ‘আশিক শুভ’। এটি শামসে’র ব্যক্তিগত ‘শামস ভাই অফিশিয়াল’ নামক ইউটিউব চ্যানেলে গত দু-দিন আগে প্রকাশিত হয়।