নৌকার মত দেখতে ছোট নৌযান কায়াকিং। সারাবিশ্বে জলে,নদী প্রিয় মানুষেরা এই নৌযানে চড়ে একপ্রান্ত থেকে যান অন্য প্রান্তে।
একপাশে সাগর অপর পাশে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য।তার মাঝে সাগরের প্রবাহিত পানিতে খাদ।বিনোদন প্রেমীদের কাছে বিনোদনের নতুন উপাদান।
একটা কায়াকিংয়ে বসতে পারে ২ জন।ঘন্টায় দিতে হয় মাত্র ৩০০ টাকা।