মেলা মানেই চেনা অচেনা ক্রেতা উদ্দোক্তার মিলবন্ধন তৈরি করা।করোনায় এমন আয়োজন অনেটাই স্থবির হলেও ধীরে ধীরে সরভ হচ্ছে মেলা গুলো।
রাজধানীর মুহাম্মদপুরে সীমিত পরিসরে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে সুতোর উপর বসিয়ে তৈরি করা ঘড়ি, ওয়ালমেট, ফুল ও আরো হরেক রকমের জিনিস নিয়ে এসেছেন বিক্রেতারা।