deshbangla71news.com
  • Home
  • আইন-আদালত
  • ব্যাংকে বিপুল অর্থ, মামলার নেই মীমাংসা, ভোগান্তিতে জনগণ
আইন-আদালত

ব্যাংকে বিপুল অর্থ, মামলার নেই মীমাংসা, ভোগান্তিতে জনগণ


মামলার জালে আটকে আছে ব্যাংকের বিপুল অর্থ । ২লাখ মামলার বিপরীতে অনাদায়ে আছে বিভিন্ন ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা।
ব্যাংকারদের অভিযোগ উচ্চ আদালতে রিট করলেও নিস্পত্তিতে বিলম্ব হচ্ছে। আবার নিস্পত্তি গুলোর ও আদায় হচ্ছেনা অর্থ।

তাই আইন সংস্কারের দাবি জোড়ালো হচ্ছে। আইনজীবীরা বলছেন অর্থ আদায়ে প্রয়োজন দ্রুত আইনের বিধান। এসব অর্থের বড় অংশই সরকারী ব্যাংকের।

বিশ্লেষকরা মনে করেন ঋণ দেওয়ার আগে গ্রাহক এবং জামানত নেয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।


Related posts

লোভে পাপ পাপে মৃত্যু…

Kazi MD Sazzad Hasan

এক বছর সাজায় আদালতে ঘুরপাক ৩৫ বছর, আপিল বিভাগের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক