deshbangla71news.com
  • Home
  • ঢাকা
  • যানজটের শহরে পরিনত হচ্ছে ঢাকা
ঢাকা

যানজটের শহরে পরিনত হচ্ছে ঢাকা


আবারো যানজট বাড়ছে রাজধানীতে।এতে জন ভোগান্তি ও বাড়ছে।প্রায় ১ বছর করোনা প্রভাবে সড়ক কিছুটা ফাঁকা থাকলেও আবারো আগের চেহারায় নগরের সড়ক গুলো।

বিশ্লেষকরা বলেছেন সমস্যা সমাধানের তুলনায় মেগা প্রজেক্টের দিকে আগ্রহ বেশী সরকারের।
দুই তিন বছরের মধ্যে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা যায়।

এ অবস্থায় ব্যক্তিগত গাড়ির চাপ মুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
যানজট একটি দেশের অর্থনৈতিতে প্রভাব ফেলে।


Related posts

ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনারের ফাঁসি হবে: সোহেল

deshbangla71news.com

হাজি সেলিমের দখলে থাকা জমি উদ্ধারে অভিযান, ভাঙা হলো স্থাপনা

deshbangla71news.com

ঢাকা বারের আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন

নিজস্ব প্রতিবেদক