মানব সেবায় ব্রত নিয়ে ১৯৬০ সালে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন লুসি হোল্ট। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে।
মুক্তিযুদ্ধের সময় নিজ দেশ ব্রিটেনে না ফিরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বাংলাদেশে। এরপর কেটে যায় ৬০ বছর। এসময়টাতে শিক্ষা,নারী ও শিশু উন্নয়নে বিভিন্ন শহরে কাজ করে আবারো ফিরেন বরিশালের অক্সফোর্ড মিশনে।
জীবনের শেষ সময়ে পেনশনের টাকা দিয়ে মানব সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। মাটি মানুষকে ভালোবেসে কাজ করে যেতে চান জীবনের বাকি সময়টা।