সাধারণ ভোজ্যতেল এর বার বার দাম বাড়ার ফলে খুদে ব্যবসায়ীদের পেটে পরছে আঘাত। তারা এখন ভাবছে ব্যবসা গুটানোর কথা।
ভালো নেই হোটেল ব্যবসায়ীরাও।মরার উপর খারার ঘা হয়ে দাড়িয়েছে সাধারণ মানুষ এর উপর। বানিজ্য মন্ত্রণালয় থেকে বেধে দেওয়া হয় তেলের দাম।
বিশেষ করে রোজার আগে দাম বাড়ানোর কারনে খেপে গিয়েছে সাধারণ জনগন। ১৫ দিন পর আবার এই দাম কমানোর বৈঠক এ বসবে মন্ত্রণালয়।
এই বিষয় এ যে কোন প্রকার দূর্নীতি সহ্য করবেন না বলে মন্তব্য দেয় মন্ত্রণালয় ।
previous post