deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • ইসাবেলা কাইফকে সুযোগ দিলো সাল্লু
বিনোদন

ইসাবেলা কাইফকে সুযোগ দিলো সাল্লু


বলিউড রাজত্ব করা অন্যতম এক গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার ছোট বোন ইসাবেলা কাইফ। সম্পর্ক তাদের আপন বোনের হলেও দু’জনই বন্ধুসুলভ।

ক্যাটরিনা যেমন সৌন্দর্যে আর হাসিতে চমৎকার তেমনি ইসাবেলা কোন অংশে ক্যাটরিনার চেয়ে কম নয়।

বলিউডে এবারে ক্যারিয়ার শুরু করলেন ইসাবেলা। ‘টাইম টু ডান্স’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা করেন তিনি।

সালমান খানের সুযোগে বলিউডে পা রাখতে পেরেছেন ইসাবেলা কাইফ।
‘টাইম টু ডান্স’ ছবির পরিচালক ‘স্টেনলি ডি কস্টা’কে সালমান অনুরোধ করেছিলো ইসাবেলাকে সুযোগ করে দেওয়ার জন্য।
পরিচালক স্টেনলি সালমানের কথা না রেখে পারেননি এবং বড় পর্দায় সুযোগ দিয়েছেন নতুন এই অভিনয় শিল্পীকে।

গত ১২ তারিখে মুক্তি পেয়েছে ইসাবেলা অভিনীত সিনেমাটি। ইসাবেলার ক্যারেক্টার থাকবে বলরুম ডান্সারের।
সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে ‘রেমো ডি মুজা’।


Related posts

এবার প্রকাশ্যে আমার আর বাপ্পির বিয়ে হবে— অপূ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক ফারুকের অবস্থা আশংকাজনক

নিজস্ব প্রতিবেদক

“ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে”

নিজস্ব প্রতিবেদক