deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • এবার প্রকাশ্যে আমার আর বাপ্পির বিয়ে হবে— অপূ বিশ্বাস
বিনোদন

এবার প্রকাশ্যে আমার আর বাপ্পির বিয়ে হবে— অপূ বিশ্বাস


সুপারস্টার শাকিব খান আর অপু বিশ্বাস সম্পর্ক, বিবাহ, তালাক ও সন্তান জয়কে নিয়ে অনেক সময়ই তারা মিডিয়া মহলে টপ নিউজ এর জায়গা দখল করে নিয়েছেন। এবার আবার মিডিয়া মহল ও সিনেমা ইন্ড্রাসট্রিতে নতুন সংবাদে আলোচনা সমালোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তা হল- চিত্রনায়ক বাপ্পি ও অপূ বিশ্বাস এর মধ্যকার সম্পর্ক।

বাপ্পি বলেন, ‘কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।’

এ ব্যাপারে অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে। শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাবেন। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে।

সম্প্রতি রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন বাপ্পি-অপু। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গুঞ্জন নিয়ে এসব কথা বলেন বাপ্পি-অপু।


Related posts

শ্রীলঙ্কা দলের নতুন দায়িত্বে টম মুডি

নিজস্ব প্রতিবেদক

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক

অভিজিৎ-সুদেষ্ণার সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিতের মেয়ে, অভিনয়ে আসছেন প্রেরণা?

নিজস্ব প্রতিবেদক