পিকে হাওলাদার পালানোর ঘটনায় দায় কার?ইমিগ্রেশন অথোরিটি নাকি দুদকের?এ বিষয়ে লিখিত জবাব চেয়েছে হাইকোর্ট।
এ দিন দুদকের উপর ক্ষোভ প্রকাশ করে আদালত জানতে চান ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসার পরও……
দুদক কেনো পিকে হালদারের সহযোগীদের গ্রেপ্তার করছেনা।
এ বিষয়ে দুদকেকে জবাব দিতে হবে ৪ এপ্রিলের মধ্যে।এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আদালত।